Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তীব্র স্রোতে নদীতে বিলীন বসতবাড়ি

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

তীব্র স্রোতে নদীতে বিলীন বসতবাড়ি

প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সালদা নদীর পানির স্রোতে গতকাল শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিনটি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরও কয়েকটি বাড়ি ভেঙে যাওয়ার পথে। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সালদা নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আরিফুর রহমান, মোশাররফ হোসেন ও আলমগীর হোসেন নামের ওই তিন ব্যক্তির তিনটি বাড়ি পানির স্রোতে নদীতে বিলীন হয়ে গেছে। আরও কয়েকটি বাড়ি ভাঙনের পথে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিতে থাকা কয়েকটি পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকে সাড়ে ৭ হাজার টাকা অনুদান পেয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, পানির স্রোতে তিনটি বাড়ি ভেঙে গেছে। তাদের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মধ্যে থাকায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির সহায়তায় ভাঙনের ঝুঁকিতে থাকা ঘরগুলো বাঁচানোর জন্য নদীর সংশ্লিষ্ট স্থানে জিও ব্যাগ দ্বারা সাময়িক বাঁধ দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

পরিদর্শনকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ