Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বুড়িগঙ্গায় নৌকাডুবি শিশুসহ ৩ জন নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বুড়িগঙ্গায় নৌকাডুবি শিশুসহ ৩ জন নিহত

বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর হুজুরঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলো রেখা বেগম (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮) এবং অপর এক শিশু শফিকুল (৭)। এ ছাড়া নিখোঁজ রয়েছেন শফিকুলের মা শীতল বেগম (২৭)।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, সকাল পৌনে ১০টার দিকে কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি যাত্রীবাহী খেয়া নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইলঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে আসার পর মালবাহী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর মাঝিসহ ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশুসহ ৪ যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে নদীতে তল্লাশি শুরু করে।

মো. সোবাহান মিয়া আরও জানান, বেলা পৌনে ১টার দিকে তাঁরা রেখার মরদেহ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তাঁর ৮ বছর মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ৩টায় শিশু শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে শফিকুলের মা শীতল বেগম এখনো নিখোঁজ রয়েছেন। মালবাহী নৌযানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শীতল বেগমকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ