ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে রিয়াজ উদ্দীন ইসকা সভাপতি এবং তাজুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ভবনে এ নির্বাচিত অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি এস এম মামুনুর রশীদ, সহসাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান এবং কার্যকরী সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, আর কে দাস চয়ন ও হাসান চৌধুরী।