নাটোরের সিংড়া উপজেলায় কৃষক আরশেদ আলী হত্যাকাণ্ডে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় বাকি ১৭ জন খালাস পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান একজনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে খালাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ১৮ জুলাই সকালে উপজেলার শালিখা টলটলিপাড়া গ্রামের বাসিন্দা আরশেদ আলী ও তাঁর চাচাতো ভাইয়ের ওপর মিজানুর লোকজন নিয়ে হামলা চালান। এতে তাঁরা গুরুতর জখম হন। আহত আরশেদ আলীসহ অন্যদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নজরুল ইসলাম সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।