পঞ্চম ধাপে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় ছুটছেন। দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে তাঁরা ঢাকায় যাচ্ছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।
ইউপিগুলো আশুজিয়া, দলপা, গড়াডোবা, গন্ডা, সান্দিকোনা, মাস্কা, বলাইশিমুল, নওপাড়া, কান্দিউড়া, চিরাং, রোয়াইলবাড়ী-আমতলা, পাইকুড়া ও মোজাফরপুর।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহ্বান করা হয়েছে। এ জন্য দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য গত রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে কিংবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে এ আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
এরই প্রেক্ষিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাঁপ শুরু করেছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য তাঁরা ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন এসব নেতা কর্মীরা।
সান্দিকোনা ইউপির বর্তমান চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন ইউপির কয়েকজন মনোনয়ন প্রত্যাশী জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় যাচ্ছেন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন।
উপজেলা আওয়ামী লীগেরে দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করে তৃণমূলের নেতাদের গোপন ভোট এবং মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের যে নামের তালিকা পাওয়া গেছে তা জেলা কমিটির মাধ্যমে দলের হাই-কমান্ডে পাঠানো হবে।