Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

উলিপুরে চালককে মারধর সড়ক অবরোধ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুরে চালককে মারধর সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে থ্রি-হুইলার স্ট্যান্ড থেকে যাত্রী তোলা নিয়ে বাস চালককে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসশ্রমিকেরা গতকাল শনিবার চিলমারী-কুড়িগ্রাম সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চিলমারী থেকে টিএম ট্রাভেলস নামের একটি মিনিবাস গতকাল সকালে উলিপুর পোস্ট অফিস মোড়ে থ্রিহুইলার (জেএস) স্ট্যান্ডে দাঁড়িয়ে কুড়িগ্রামগামী যাত্রী তোলে। এ ঘটনায় সেখানে দায়িত্বে থাকা জেএসের চেইন মাস্টার নাজমুল ইসলাম বাস চালক আকতারুল ইসলামকে যাত্রী তুলতে নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাসচালক আকতারুল ইসলাম ও সহকারী আমিনুর রহমানকে থ্রিহুইলার শ্রমিকেরা মারধর করেন।

মারধরের বিষয়টি জানাজানি হলে বাস মিনিবাস শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চিলমারী-কুড়িগ্রাম সড়কের মাঝে বাস আড়া আড়ি রেখে অবরোধ করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের অনার্স পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

টিএম ট্রাভেলসের চালক আকতারুল ইসলাম জানান, সকালে চিলমারী থেকে গাড়ি নিয়ে কুড়িগ্রামের দিকে রওনা হই। এ সময় উলিপুর পোস্ট অফিস মোড়ে এক যাত্রী গাড়িতে ওঠে। ওই যাত্রী গাড়িতে ওঠার অভিযোগে জেএসের চেইন মাস্টার নাজমুলসহ ৪ থেকে ৫ জন গাড়িতে ওঠে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমার সহকারী আমিনুর এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।

এ বিষয়ে চেইন মাস্টার নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেএস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব বলেন, শুনেছি বাস চালক নিয়ম না মেনে জেএসের যাত্রী তোলায় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি পরে বসে আমরা মীমাংসা করব।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে জানান, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে আইন শৃঙ্খলাবাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়। এ নিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ