হোম > ছাপা সংস্করণ

পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্স প্রযোজিত ‘ডোন্ট লুক আপ’ ছবিতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের মতো তারকা। আরও অভিনয় করেছেন মার্ক রিল্যান্স, রন পার্লম্যান, টিমোথি শ্যালামেট, আরিয়ানা গ্রান্দে, হিমেশ প্যাটেলসহ একঝাঁক তারকা।

গ্রহকে ধ্বংস করে দিতে পারে—এমন একটি ধূমকেতুর ধেয়ে আসা সম্পর্কে পৃথিবীকে সচেতন করতে চান দুই নভোচারী। কিন্তু কেউ তাঁদের সতর্কবাণী কানে তুলছে না। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ডোন্ট লুক আপ’। ‘টাইটানিক’ তারকা এবার রুপালি পর্দায় অবতীর্ণ হলেন পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে। ছবির টিজারেই দেখা যায়, হাঁপাতে হাঁপাতে কর্তৃপক্ষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে চাইছেন ডিক্যাপ্রিও।

ট্রেলারে দেখা গেছে ছবির চুম্বকাংশ। ডিক্যাপ্রিওর চরিত্রের নাম ড. রেন্ডাল মিনডি, যিনি জ্যোতির্বিদ্যার অধ্যাপক। নিজের শিক্ষার্থী কেট ডিবিয়াস্কিকে (জেনিফার লরেন্স) সঙ্গে নিয়ে ধূমকেতু সম্পর্কে সচেতন করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অরলিনের (মেরিল স্ট্রিপ) দ্বারস্থ হওয়া থেকে শুরু করে আরিয়ানা গ্রান্দের সঙ্গে সাক্ষাৎ, খবরের কাগজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোনো প্রচেষ্টাই বাদ যায়নি; তবু ব্যর্থ হন তাঁরা। একপর্যায়ে রেন্ডাল ও কেটকে গ্রেপ্তার করে এফবিআই।

‘ডোন্ট লুক আপ’-এর চিত্রনাট্য লিখেছেন একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট)। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। এর আগে তিনি ‘স্টেপ ব্রাদার্স’, ‘অ্যাংকরম্যান’, ‘টালাডেগা নাইটস’, ‘দ্য বিগ শর্ট’ পরিচালনা করেছেন। ম্যাককে জানান, ড. রেন্ডাল মিনডি চরিত্রটি তিনি লিওনার্দোর কথা চিন্তা করেই লিখেছেন। তাই সাত-পাঁচ না ভেবে সোজা তাঁর কাছেই প্রস্তাব নিয়ে যান। লিওনার্দোকে রাজি করাতেও খুব বেগ পেতে হয়নি।

আজ হলে মুক্তি পাবে ‘ডোন্ট লুক আপ’। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন