বিনোদন ডেস্ক
নেটফ্লিক্স প্রযোজিত ‘ডোন্ট লুক আপ’ ছবিতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের মতো তারকা। আরও অভিনয় করেছেন মার্ক রিল্যান্স, রন পার্লম্যান, টিমোথি শ্যালামেট, আরিয়ানা গ্রান্দে, হিমেশ প্যাটেলসহ একঝাঁক তারকা।
গ্রহকে ধ্বংস করে দিতে পারে—এমন একটি ধূমকেতুর ধেয়ে আসা সম্পর্কে পৃথিবীকে সচেতন করতে চান দুই নভোচারী। কিন্তু কেউ তাঁদের সতর্কবাণী কানে তুলছে না। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ডোন্ট লুক আপ’। ‘টাইটানিক’ তারকা এবার রুপালি পর্দায় অবতীর্ণ হলেন পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে। ছবির টিজারেই দেখা যায়, হাঁপাতে হাঁপাতে কর্তৃপক্ষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে চাইছেন ডিক্যাপ্রিও।
ট্রেলারে দেখা গেছে ছবির চুম্বকাংশ। ডিক্যাপ্রিওর চরিত্রের নাম ড. রেন্ডাল মিনডি, যিনি জ্যোতির্বিদ্যার অধ্যাপক। নিজের শিক্ষার্থী কেট ডিবিয়াস্কিকে (জেনিফার লরেন্স) সঙ্গে নিয়ে ধূমকেতু সম্পর্কে সচেতন করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অরলিনের (মেরিল স্ট্রিপ) দ্বারস্থ হওয়া থেকে শুরু করে আরিয়ানা গ্রান্দের সঙ্গে সাক্ষাৎ, খবরের কাগজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোনো প্রচেষ্টাই বাদ যায়নি; তবু ব্যর্থ হন তাঁরা। একপর্যায়ে রেন্ডাল ও কেটকে গ্রেপ্তার করে এফবিআই।