কৃষিতে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ। গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের হাত থেকে তিনি এই পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
পুরস্কার পেয়ে হামিমুল হক সোহাগ বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া যে-কারো জন্য গর্ব ও আনন্দের। আমাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই পুরস্কার আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।’