রাজবাড়ী প্রতিনিধি
‘২১ ব্যাচের জয়ের মালা, ২২ কেন অবহেলা’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে চার দফা দাবিতে ২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে জেলা শহরের পান্না চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে পরীক্ষার্থীরা।
বিক্ষোভে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ ও পাংশা সরকারি কলেজের ২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয়।