Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কারখানার ব্যবস্থাপকের কারাদণ্ড

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

কারখানার ব্যবস্থাপকের কারাদণ্ড

ঝালকাঠির কাঠালিয়া বাসস্ট্যান্ডের এশিয়ান রাইজিং সান বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২১ ধরনের ভেজাল ও নকল পণ্যসামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চলে।

অভিযানকালে কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন হাওলাদারের মালিকানাধীন এশিয়ান রাইজিং সান বাংলাদেশ লিমিটেড নামের কারখানার মালিক পালিয়ে যান। তবে কারখানার ব্যবস্থাপক ইসকান্দার মুন্সীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ইসকান্দার মুন্সীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিএসটিআই বরিশালের অফিসার (সিএম) মাহফুজুর রহমানের উপস্থিতিতে জব্দ প্রায় দুই লাখ টাকার ভেজাল ও নকল পণ্যসামগ্রী পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, ‘কারখানায় অভিযান চালানোর সময় মালিক পালিয়ে গেছেন। তবে কারখানার ব্যবস্থাপক ইসকান্দার মুন্সীকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ মালামাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ