Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লবণে মধুর হাসির আশা

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

লবণে মধুর হাসির আশা

দেশের একমাত্র লবণ উৎপাদনকেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এবার লবণের উচ্চমূল্য ও উৎপাদনের অনুকূল পরিবেশ থাকায় চাষিরা আগেভাগেই মাঠে নেমেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চলতি মৌসুমে লবণ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কক্সবাজার লবণশিল্পের উন্নয়ন কার্যালয়ের।

তবে ভরা মৌসুমে কৌশলে সোডিয়াম সালফেট (মিল-কারখানায় ব্যবহৃত লবণ) নামে ভোজ্যলবণ আমদানির শঙ্কা দেখছেন ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, ভরা মৌসুমে লবণ আমদানি হলে চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

প্রতিবছর ১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম ধরা হয়। প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রের লবণাক্ত পানির সাহায্যে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, ঈদগাঁও, রামু, উখিয়া, টেকনাফ, সদর উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীর উপকূলে উৎপাদন হয়ে আসছে।

কক্সবাজারের লবণশিল্পের উন্নয়ন কার্যালয় (বিসিক) সূত্রে জানা গেছে, গত মৌসুমে ৬৩ হাজার ২৯১ একর জমিতে লবণ চাষ হয়েছিল। গত বছর দেশে লবণের চাহিদা ছিল ২৩ লাখ ৩৫ হাজার টন। এর বিপরীতে উৎপাদন হয়েছিল ১৮ লাখ ৩২ হাজার টন; যা এযাবৎকালে সর্বোচ্চ লবণ উৎপাদন।

বিসিকের হিসাব মতে, গত বছর চাষিরা লবণের মূল্য পেয়েছেন মণপ্রতি ২৮৪ টাকা। চাষে জড়িত ছিলেন ৩৭ হাজার ২৩১ জন চাষি। গত বছরের উৎপাদিত লবণ মাঠে মজুত রয়েছে ৪০ হাজার টন।

বিসিক জানিয়েছে, চলতি মৌসুমে দেশে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২৩ লাখ ৮৫ হাজার টন। এবার ৬৫ হাজার একর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। বেশি দাম ও অনুকূল পরিবেশের ফলে চলতি মৌসুমে চাষির সংখ্যাও ৪০ হাজার ছাড়িয়ে যাবে। বর্তমানে মাঠপর্যায়ে লবণ বিক্রি হচ্ছে মণপ্রতি ৪৫০ থেকে ৫২০ টাকা।

কক্সবাজার লবণশিল্পের উন্নয়ন কার্যালয়ের পরিদর্শক (উন্নয়ন) মো. ইদ্রিস আলী বলেন, জেলার কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফে বেশির ভাগ মাঠ লবণ উৎপাদনের জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বাঁশখালীর পূর্ব বড়ঘোনা ও সরল এলাকায় ৯০ শতাংশ মাঠ প্রস্তুত হয়েছে। অন্যান্য এলাকায় মাঠ প্রস্তুতে নেমেছেন চাষিরা।

কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, এক মাস আগেই কুতুবদিয়ায় লবণ চাষ শুরু হয়েছে। এখন দামও ভালো রয়েছে। এতে চাষিরা উৎসাহ নিয়ে মাঠে নেমেছেন। তবে লবণ আমদানির শঙ্কায় আশানুরূপ দাম পাওয়া নিয়ে চাষিদের দুশ্চিন্তা রয়েছে।

বাংলাদেশ লবণচাষি সমিতির সভাপতি শহিদুল্লাহ চৌধুরী বলেন, প্রতিবছর ভরা মৌসুমে একটি চক্র কৌশলে সোডিয়াম সালফেট (মিল-কারখানায় ব্যবহৃত লবণ) নামে ভোজ্যলবণ আমদানির পাঁয়তারা করে। এসব লবণ তারা চীন থেকে আমদানি করে সরাসরি বাজারজাত করছে। এতে দেশে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পান না চাষিরা।

কক্সবাজার লবণশিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, প্রতিবছর ১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম ধরা হয়। এ বছর কয়েকটি এলাকায় অনুকূল পরিবেশ থাকায় চাষিরা আগেই মাঠে নেমেছেন। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ