নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জরির স্কুল বন্ধ। স্কুলের বন্ধুদের খুব মিস করছে সে। মা খাবার খেতে ডাকলেও খেতে চায় না। এটা খাব না, সেটা খাব না—এমন অনেক কথা বলে। কিন্তু না খেলে যে তার রোগ প্রতিরোধক্ষমতা কমে যাবে। সে দুর্বল হয়ে যাবে। তাই জরির মা এবার পাউরুটি, স্ট্রবেরি, পপকর্ন ও গাজর দিয়ে তাকে বানিয়ে দিলেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটি ঘুড়ি আকৃতির। তুমি বিকেলে ছাদে গিয়ে যে ঘুড়ি ওড়াও, ঠিক তেমন। জানতে চাও কীভাবে জরির মা এটি বানালেন? বলছি, শোনো।
মা প্রথমে একটি পাউরুটি ও চিজের একটি স্লাইস চার কোনা করে কেটে নিয়েছিলেন। তারপর পাউরুটির ওপর দুটি চিজের স্লাইস বসিয়ে দিয়েছিলেন। ঘুড়ির অংশটুকু হয়ে গেল। এবার ছুরির সাহায্যে একটি গাজর চিকন করে কেটে নিয়েছিলেন তিনি। সেটি বসিয়ে দিয়েছিলেন পাউরুটির নিচে। তিনটি স্ট্রবেরি দুই ভাগ করে কেটে গাজরের দুই পাশ দিয়ে বসিয়ে দিয়েছিলেন। আর ছয়টি পপকর্ন বসিয়ে দিয়েছিলেন ঘুড়ির দুই পাশে। দেখে মনে হবে, আকাশে সাদা মেঘের ভেলা। আর সেই আকাশে উড়ে যাচ্ছে রঙিন ঘুড়ি। এটি বাসায় বানিয়ে ফেলতে পারবে তুমিও।
সূত্র: মাম্মি এন্টারপ্রাইজ