বানিয়াচং উপজেলায় ভবন ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। গতকাল বুধবার বেলা ১২টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, ‘যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর একটি দেশকে দারিদ্র্যমুক্ত এবং উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণেই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’
নবনির্মিত ভবন শুভ উদ্বোধনের পর এক আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানে স্লোগান ছিল ‘শিক্ষা নিয়ে গরব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম সরকার প্রমুখ।