Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে মাস্ক নিয়ে মারামারি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

বিজয় দিবসের অনুষ্ঠানে মাস্ক নিয়ে মারামারি

গাজীপুরের কালীগঞ্জে অতিরিক্ত মাস্ক না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিসের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিজয় দিবস উপলক্ষে কালীগঞ্জ আর. আর. এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠের সময় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী তারেক ভূঁইয়া।

অভিযুক্ত শিক্ষকের নাম শরীফ হোসেন। তিনি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। ভুক্তভোগী তারেক ভূঁইয়া ইউএনও অফিসের জারিকারক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, বিজয় দিবসের অনুষ্ঠানে সবাইকে মাস্ক দেওয়ায় হয়। এ সময় শিক্ষক শরীফ ইউএনও অফিসের অফিস সহকারী মিঠুন দত্তের কাছে অতিরিক্ত পাঁচটি মাস্ক চান। মিঠুন তা দিতে অপারগতা প্রকাশ করলে শরীফ মিঠুনকে গালিগালাজ করেন। এ সময় তারেক ভূঁইয়া এ ঘটনার প্রতিবাদ করলে শরীফ তাঁকে মারধর করেন।

ভুক্তভোগী তারেক ভূঁইয়া বলেন, ‘আমাকে মারতে বাধা দিলে শামসুন্নাহার নামের আমাদের আরেক সহকর্মীর গায়েও হাত তুলেছেন শিক্ষক শরীফ হোসেন। ইতিমধ্যে বিষয়টি ইউএনও জানানো হয়েছে।

অভিযুক্ত শরীফ হোসেন বলেন, ‘আমাদের জন্য আরও পাঁচটি মাস্ক প্রয়োজন ছিল। আমি প্রয়োজনীয় মাস্ক চাইতে গেলে মিঠুন আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’ কর্মচারীর গায়ে হাত তুলেছেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কারও গায়ে হাত তুলিনি। বরং তারেক আমাকে মারতে উদ্যত হয়েছেন।’

কালীগঞ্জ ইউএনও মো. আসসাদিকজামান বলেন, জাতীয় দিবসের এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। এ ঘটনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি