পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সাত দিনের সন্তান রেখে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত মোহাম্মদ জান্নাতুলের পরিবারকে একটি দোকান ঘর তৈরি করে দিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরার মেয়ে হাছছানা নাদিরা সবুর।
গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের পত্রিকায় ‘ক্যানসারে স্বামীর মৃত্যু, শিশু সন্তান নিয়ে গৃহবধূর কষ্টের জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দেখার পর জান্নাতুলের পরিবারকে মালামালসহ এ দোকান ঘর করে দেওয়া হলো।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়। গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের পক্ষ থেকে এ দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাবির হোসেন, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান প্রমুখ।
এ সময় হাছছানা নাদিরা সবুর বলেন, ‘একজন অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সামান্য চেষ্টা করেছি।’