Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘বাবা অপেক্ষায় আছেন, কখন খেলব’

ওমর ফারুক, ঢাকা

‘বাবা অপেক্ষায় আছেন, কখন খেলব’

কয়েক বছর আগে ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছেন লক্ষ্মীপুরের মোহাম্মদ ফারুক। এখন অবসর কাটে তাঁর টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে। টিভি পর্দায় তিনি খোঁজেন ছেলে হাসান মাহমুদকে। স্বপ্ন দেখেন, বাংলাদেশ দলে নিয়মিত খেলবেন তাঁর ছেলে। হাসানকে নিয়মিত দেখা যাবে টিভিতেও।

দুই বছর আগে বেশ সম্ভাবনা জাগিয়ে জাতীয় দলে এসেছিলেন হাসান। পরে চোটাঘাতে থমকে যায় তাঁর ৩ ওয়ানডে আর ১ টি-টোয়েন্টির ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার। দলে ফিরতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ২২ বছর বয়সী হাসানের। দেশ-বিদেশের কত চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। প্রায় দেড় বছরের বিরতির পর জিম্বাবুয়ে সফরে দুই সংস্করণের দলেই সুযোগ পেয়েছেন। এবার জাতীয় দলে নিয়মিত হতে চান হাসান। অপেক্ষায় আছেন তাঁর বাবাও, কখন ছেলেকে দেখবেন বাংলাদেশের হয়ে খেলতে।

বাবার স্বপ্নের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন হাসান, ‘এবার ঈদে বাড়িতে যাওয়ার পর সবাই অনেক অনুপ্রাণিত করেছে। সবচেয়ে বেশি করেছেন আমার বাবা। তিনি এখন অপেক্ষা করেন, আমাকে কখন বাংলাদেশের হয়ে খেলতে দেখবেন। আমার খেলা দেখতে টিভির সামনে বসে থাকেন। আমারও স্বপ্ন দলে নিয়মিত হওয়া, যেন বাবা বাংলাদেশের খেলা হলেই আমাকে দেখতে পান।’

গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন হাসান। ওই সফরেই চোটে পড়েন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। এবার জাতীয় দলে ফিরেই রোমাঞ্চিত হাসান দেখছেন কঠিন চ্যালেঞ্জও। গত পরশু জিম্বাবুয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যাওয়ার পথে আজকের পত্রিকাকে হাসান জানিয়েছেন তাঁর লক্ষ্যের কথা। বলেছেন, ‘অনেক দিন পর দলে ফেরা অবশ্যই চ্যালেঞ্জিং। জাতীয় দলে নিয়মিত হতে যেভাবে খেলতে হবে, ওটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, ছন্দ ধরে রাখতে হবে।’

আন্তর্জাতিক অভিষেকে হাসানকে টুপি পরিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে নানা সময় রিয়াদ-সাকিবদের মতো সিনিয়রদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়েছেন। এবার ছবিটা ভিন্ন। জিম্বাবুয়ে সফরে ২০ ওভারের ক্রিকেটে নেই চার সিনিয়র ক্রিকেটারদের কেউ। ভক্ত-সমর্থকদের মতো এই সিরিজে তাঁদের মিস করবেন হাসানও, ‘মাঠে সিনিয়ররা থাকলে পুরো অনুভূতিটাই থাকে অন্য রকম। তাঁরা মাঠে সবাইকে অনেক উৎফুল্ল করে রাখেন। অনেক সাহস দেন। তাঁদের কেউ যেমন বলেন, তোর জন্য সব উন্মুক্ত, মন খুলে বোলিং করে যায়। এই সিরিজে তাঁদের মিস করব। তবে এখন যেহেতু সোহান ভাই (নুরুল হাসান সোহান, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক) আছেন। তাঁর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আশা করি, ভালো কিছু উপহার দেবেন।’

জিম্বাবুয়ে সফর দিয়ে প্রথমবারের মতো ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডোর সঙ্গে কাজ করার সুযোগ হবে হাসানের। প্রোটিয়া কিংবদন্তির কাছ থেকে শিখতে উন্মুখ তরুণ বাংলাদেশ পেসার, ‘বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে তাঁর (ডোনাল্ড) সঙ্গে আমার মিরপুরে দেখা হয়েছিল। তখনই প্রথমবার কথা হয়। আমাকে নেটে দেখে প্রশংসা করেছিলেন। বলেছিলেন, তৈরি থাকো দেখা হবে। এ বিষয়গুলো সত্যি ভালো লাগার। সবার সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ