Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সৈয়দপুরে স্কুলমাঠে খড়ের স্তূপ, খেলাধুলা বন্ধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে স্কুলমাঠে খড়ের স্তূপ, খেলাধুলা বন্ধ

নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের খড় স্তূপ করে রাখায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।

এ ছাড়া মাঠে শ্যালো মেশিন দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এতে ব্যাঘাত ঘটছে খুদে শিক্ষার্থীদের পাঠদানে। দীর্ঘদিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে ২৫০ জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। খড়ের স্তূপ থাকায় বিদ্যালয়ে সমাবেশ করানো যাচ্ছে না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বারবার বলেও বিদ্যালয় মাঠ থেকে খড়ের স্তূপ সরানো যাচ্ছে না।

সরেজমিন দেখা গেছে, উপজেলার মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে থরে থরে খড়ের স্তূপ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সামান্য জায়গাও ফাঁকা নেই।

টিফিনের সময় খেলতে না পেরে শ্রেণিকক্ষেই হইচই করছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের অপরিছন্ন পরিবেশ খুদে শিক্ষার্থীদের মনে বিরূপ সৃষ্টি করবে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের আশপাশের ধান কেটে মাঠেই মাড়াই-শুকানোর কাজ করেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। পরে বিদ্যালয় মাঠেই খড়ের বড় বড় স্তূপ করে রেখে দেন তাঁরা। যা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে।

এখান থেকে খড় গবাদিপশুকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের মাঠে খড় স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্ত রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে জায়গা নেই, তা ছাড়া আবহাওয়া খারাপ থাকায় এখানে খড় স্তূপ করে রেখেছি। আজকালের মধ্যেই খড়ের স্তূপ সরিয়ে ফেলব।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ