জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘বিজয়ের এই ৫০ বছরে যাঁরা ক্ষমতায় আসছে, তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তাদের (জনগণের) মুখের গ্রাস কেড়ে নিয়েছে, রিলিফ চুরি করেছে। জনগণের মানবাধিকার হত্যা করেছে, মৌলিক অধিকার হত্যা করেছে।’
গতকাল বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আ স স রব। এ সময় জেএসডির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন তালুকদারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ স ম আব্দুর রব আরও বলেন, ‘আগামী প্রজন্মের কাছে দাবি- স্বৈরাচার ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে জনগণের অধিকার, ক্ষমতা প্রতিষ্ঠা করা। জাতীয় সরকার প্রতিষ্ঠা করা।’