গাজীপুরের কালীগঞ্জে প্রীতম প্যাট্রিক প্যারারা (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও পুলিশ ধারণা করছে সে আত্মহত্যা করেছে।
নিহত প্রীতম কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী (উত্তরপাড়া) গ্রামের বাবুল মেরিয়াস প্যারার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারের একমাত্র ছেলে ছিল প্রীতম। গত মঙ্গলবার রাতে বাবা-মা তাঁকে এ কারণে বকা দেন। পরে সে রাতের খাবার খেয়ে তার নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে বাবা-মা ঘুম থেকে উঠে দেখে বারান্দার ঘরের আড়ার সঙ্গে পাটের রশি দিয়ে প্রীতমের মরদেহ ঝুলছে।