আগৈলঝাড়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর ৭৭তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে আসেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আবুল হাসানাত আবদুল্লাহর কর্মময় জীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ অন্যরা।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে নগরে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে আওয়ামী লীগ। শুক্রবার বাদ আসর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়ার মাধ্যমে তার ৭৭ তম জন্মদিন পালন করেন নেতারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুর রহমান বেগ।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।