দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৪৫ সদস্যের কমিটিতে শাহিনুর বেগম লিপিকে সভাপতি এবং শারমিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আয়েশা আলী মুক্তাকে।
এ ছাড়া সহসভাপতি পদে শারমিন আক্তার, শরিফা বেগম, রাশেদা ফেরদৌস, সেলিনা আক্তার, লিমা আক্তার, সহসাধারণ সম্পাদিক পদে জান্নাত আক্তার, পারভীন আক্তার, আফরোজা, রেখা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক শান্তা আক্তার, আয়শা আক্তার, মিলন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে হুরবানু আক্তারকে।
উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর বেগম লিপি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির সব সদস্য কাজ করবে।’