মিঠাপুকুরে তিন দিনের ব্যবধানে আরও একজন কৃষকের চারটি গরু চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চেংমারী গ্রামের কৃষক আব্দুর রউফের গোয়ালঘর থেকে চুরির এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার কৃষক আব্দুর রউফ জানান, বাছুরসহ গাভি ও দুটি বকনা বাছুর পালন করছিলেন তিনি। সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা গোয়ালঘর থেকে চারটি গরুই চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে চুরির বিষয়টি টের পান আব্দুর রউফ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রউফ।
এর আগে, গত শুক্রবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ কাশিনাথ পুর গ্রামের কৃষক মফিজার রহমানের গোয়ালঘর থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটে।