বরুড়া উপজেলার শরাফতি গ্রামের একটি বাঁশঝাড় থেকে চাইনিজ কুড়াল ও রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত আনুমানিক ৩টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই বাঁশঝাড় থেকে দেশে তৈরি দুটি চাইনিজ কুড়াল, চারটি রামদা ধরনের ধারাল অস্ত্র ও দুটি এসএস পাইপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান উপপরিদর্শক মিজানুর রহমান ও উত্তম কুমার নেতৃত্বে পুলিশের একটি দল।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘অস্ত্র রাখার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।’
বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন চলছে। এর আগেও গত শুক্রবার উপজেলার পেরপেটি গ্রামের একটি কবরস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় রামদা ও লাঠিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনাতেও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ।