হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসার বিনা মূল্যের বই বিক্রি, পালালেন সুপার

ত্রিশাল প্রতিনিধি

ত্রিশালে শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনা মূল্যের বই বিক্রির সময় এক মাদ্রাসার সুপারকে আটক করেছেন এলাকাবাসী। এ সময় গোডাউনে তালা লাগিয়ে সুপার চলে গেলে এলাকাবাসী আরেকটি তালা লাগিয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে শোকজ করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম।

জানা গেছে, গত শনিবার ত্রিশাল উপজেলার হদ্ধের ভিটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আয়্যুব আলীর নির্দেশে মাদ্রাসার দপ্তরি ২০২১ ও ২০২২ সালের পাঁচ বস্তা বই কেজি দরে বিক্রির সময় আটক করেন এলাকাবাসী। এ সময় তোপের মুখে বই বিক্রি বন্ধ করে গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।

পরে এলাকাবাসী ওই গোডাউনে তালা লাগিয়ে ইউএনওকে জানালে রোববার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনাম ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে জব্দ তালিকা করে বইসহ গোডাউন সিলগালা করেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম বলেন, ‘আমাদের পুরোনো বই বিক্রির একটি নিয়ম আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ২০১৯ সাল পর্যন্ত পরিত্যক্ত বই বিক্রি করতে পারব। মাদ্রাসার সুপার যে কাজ করেছেন, তা দুঃখজনক। সোমবার তাকে শোকজ করা হয়েছে। তাঁর জবারের পর আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

মাদ্রাসার দপ্তরি ফারুক হোসেন জানান, ‘শনিবার মাদ্রাসায় এসে বই বস্তাবন্দী করে মাপতে বলেন সুপার। জানতে চাইলে তিনি বলেন, বই বেড়ে গেছে তাই বিক্রি করে দেব।’

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন, জামাল উদ্দিন ও ফরহাদ হোসেন বলেন, ‘আমরা জিজ্ঞেস করলে সুপার বলেন, বই উপজেলা সদরে পাঠাচ্ছি। কিন্তু উপজেলা সদরে খোঁজ নিয়ে যখন জানতে পারি সেখানে পাঠানো হচ্ছে না। তখন দপ্তরি বলেন, সুপার বইগুলো বিক্রি করে দিচ্ছেন। তখন আমরা গোডাউনে তালা লাগিয়ে ইউএনওকে খবর দিই।’

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আয়্যুব আলী বলেন, ‘আমি বই বিক্রির জন্য বস্তাবন্দী করিনি, অন্যত্র রাখার জন্য গোছানো হচ্ছিল। করোনার জন্য বই বিতরণ করা হয়নি। এ জন্যই এত বই রয়ে গেছে।’

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বই বিতরণ কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘মাধ্যমিক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠালে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। সুপার শোকজের জবাব দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন