আবহাওয়া পরিবর্তনের কারণে আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তেমনি আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা চাপ।
গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ১১ জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হন। এ ছাড়াও হাসপাতালের আউটডোরে প্রতিদিন ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে নতুর ভর্তি হয়েছে দুই বছরের অনামিকা বিশ্বাস, ৬ মাসের প্রিয়াংকা বৈদ্য, ৩ মাসের মাইন উদ্দিনসহ ৬ জন। অপর দিকে ১৭ মাসের আলামিন, ১৩ মাসের তাওহীসহ ডায়রিয়া আক্রান্ত ভর্তি হয়েছে ৫ জন।।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ বেড়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। গত সপ্তাহে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরও কম ছিল।