Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর চাপ হাসপাতালে

আগৈলঝাড়া প্রতিনিধি

ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর চাপ হাসপাতালে

আবহাওয়া পরিবর্তনের কারণে আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তেমনি আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা চাপ।

গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ১১ জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হন। এ ছাড়াও হাসপাতালের আউটডোরে প্রতিদিন ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে নতুর ভর্তি হয়েছে দুই বছরের অনামিকা বিশ্বাস, ৬ মাসের প্রিয়াংকা বৈদ্য, ৩ মাসের মাইন উদ্দিনসহ ৬ জন। অপর দিকে ১৭ মাসের আলামিন, ১৩ মাসের তাওহীসহ ডায়রিয়া আক্রান্ত ভর্তি হয়েছে ৫ জন।।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ বেড়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। গত সপ্তাহে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরও কম ছিল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ