Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পণ্যমূল্যে সংসার চালানো দায়

রাসেল আহমেদ, তেরখাদা

পণ্যমূল্যে সংসার চালানো দায়

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই মাছ-মাংস ও ইফতারি পণ্যসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি ৬০ টাকার নিচে মিলছে না সবজি। খুলনার তেরখাদার হাটবাজারের চিত্র এটি। পণ্যমূল্যের এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়েছে।

প্রতি বছরই রমজানে বাজারে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে যায়। মাছ, মাংস, সবজি, তেল, চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা। সবজিতে হাত দিলেই কেজিতে অন্তত ৬০ টাকা গুনতে হয়। এসব পণ্য কিনতে গিয়ে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। খুচরা বিক্রেতাদের দাবি, তাঁরা বেশি দামে পণ্য কিনে সামান্য লাভে ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

সরেজমিন উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও তেরখাদা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রোজা শুরুর পর থেকেই কাঁচাবাজারের পণ্যের দাম বেড়ে যায় যা এখনো অব্যাহত আছে। পণ্যমূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। কাটেংগা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শরিফুল শেখ জানান, সপ্তাহ দেড়েক আগে এক কেজি বেগুনের দাম ছিল ৩৫ টাকা তা এখন বিক্রি করতে হচ্ছে ৬০ টাকায়। ৪০ টাকার করলা এখন ৬০ টাকা, ৪৫ টাকার কাঁচা মরিচ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

৩০ টাকার শসার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা। বোতলজাত সয়াবিন বসুন্ধরা ৫ লিটারের দাম ৭১৫ টাকা, তীর ৫ লিটার ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল খুচরায় প্রতি কেজি ১৭০ টাকা, সুপার ১৭০ টাকা, পামতেল প্রতি কেজি ১৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ