Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ফি কমানোর দাবিতে বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

ফি কমানোর দাবিতে বিক্ষোভ

সেমিস্টার ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন নরসিংদীর সাহেপ্রতাব তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের সামনে সকাল নয়টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। এর আগে গত বুধবার দুপুরে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে দাবি আদায় না হওয়া অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি তাঁত বোর্ডের অধীনে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্ধেক বেতন ও সেমিস্টার ফি দেন। আমাদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ফি চার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের সমতুল্য সেমিস্টার ফি দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

নরসিংদী তাঁত শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকার বিষয়টি তাঁত বোর্ডকে দাপ্তরিক চিঠির মাধ্যমে জানানো হয়। বোর্ড থেকে সবকিছু নির্ধারিত হয়। আমাদের হাতে কিছুই করার নেই। এ ছাড়া এ প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও কর্মচারী খণ্ডকালীন হওয়ায় তাদের সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর সুযোগ নেই।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ