পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগমারা উপজেলার ১৬টি ইউপিতে ৬৯ জন চেয়ারম্যানসহ সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৭৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২৭ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চলে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান কার্যক্রম।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৪৭, নরদাশ ইউপিতে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭, দ্বীপপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত নারী সদস্য ১০ ও সাধারণ সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বড় বিহানালী ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৩, আউচপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত নারী সদস্য ১৪, সাধারণ সদস্য পদে ৩৭, শ্রীপুর ইউপিতে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য পদে ছয় ও সাধারণ সদস্য পদে ৩০, বাসুপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত নারী সদস্য ১১ ও সাধারণ সদস্য পদে ৩১, কাচারী কোয়ালীপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে দুই, সংরক্ষিত নারী সদস্য ৯ ও সাধারণ সদস্য পদে ২৫, শুভডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য ১৩ এবং সাধারণ সদস্য পদে ৪০, মাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও সাধারণ সদস্য পদে ৩০, গনিপুর ইউপিতে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত নারী সদস্য ১২ এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, ঝিকরা ইউপিতে চেয়ারম্যান পদে ছয়, সংরক্ষিত নারী সদস্য ১০ ও সাধারণ সদস্য পদে ৪১, গোয়ালকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত নারী সদস্য ১৩ এবং সাধারণ সদস্য পদে ৪১, হামিরকুৎসা ইউপিতে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত নারী সদস্য ১১ ও সাধারণ সদস্য পদে ৩৫ জন, যোগীপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য ৯ ও সাধারণ সদস্য পদে ৩৭ এবং সোনাডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ এবং সাধারণ সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আগামী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।