ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের কালিরবাজারের উত্তর গলির বাবুল পাটওয়ারীর বিপণি বিতানে আগুন লাগে। এতে মুহূর্তেই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
এসব দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সংবাদ পেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে জানান, বুধবার দিবাগত রাতে পুলিশের একটি টহল দল কালির বাজার অতিক্রম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা দেখেন। এর পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান তছলিম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।