কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্রসৈকতের ফ্রাই মার্কেটে দেখা মিলেছে ১ কেজি ওজনের সামুদ্রিক নীল মান্না কাঁকড়া। গত মঙ্গলবার রাতে ‘মার্কেটের বেল্লাল ফ্রাই’ নামে একটি দোকানে কাঁকড়াটি দেখা যায়।
ফ্রাই মার্কেটের ব্যবসায়ী মো. বেল্লাল বলেন, ‘কাঁকড়াটি গভীর সমুদ্র থেকে আসা একজন জেলের কাছ থেকে ৮০০ টাকায় কিনেছি। এর ওজন ১ কেজি। পর্যটকদের পছন্দ হলে ফ্রাই করে দেওয়া হবে।’
ব্যবসায়ী আরও বলেন, ‘নীল মান্না কাঁকড়া শীত মৌসুমে বছরে দু’একটি পাওয়া যায়। এগুলো খেতে অনেক সুস্বাদু।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ওই কাঁকড়াটি নীল মান্না কাঁকড়া ছাড়াও পোর্টুনাস পেলাজিকাস ফুল কাঁকড়া, নীল কাঁকড়া, নীল সাঁতারু কাঁকড়া ও বালি কাঁকড়া নামেও পরিচিত। তবে এক এক এলাকার মানুষ এক একনামে চেনে। এটি কক্সবাজারসহ আশপাশের অঞ্চলে দেখা মিললেও এদিকে তেমন দেখা মিলে না। তবে বর্তমানে শীত মৌসুম হওয়ায় দু-একটা আসার সম্ভাবনা রয়েছে। এগুলোর ওজন দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে।