কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারণা চালাচ্ছেন দল থেকে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্তরা। সমাবেশ সফল করতে প্রচারসহ অন্যান্য কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন করেন দল থেকে বহিষ্কৃত ১০ নেতা। গত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়।
গতকাল রোববার নগরীর ঝাউতলার একটি রেস্তোরাঁয় সমাবেশ সফল করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার। কুসিক নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এ সময় কুসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় বহিষ্কৃত সাতজন নির্বাচনে কাজ করায় দল থেকে অব্যাহতিপ্রাপ্ত আরও দুজন উপস্থিত ছিলেন। ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতা-কর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করায় নির্বাচন করতে হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল আমাদের ছাড়লেও আমরা দলকে ছাড়িনি। একজন কর্মী হিসেবে দলের মহাসমাবেশ সফল করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন আরও বলেন, ‘দেশ আজ কঠিন পরিস্থিতিতে নিমজ্জিত। দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে ও খালেদা জিয়াকে মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তা সফল করতে নিরলসভাবে কাজ করছি। বিভিন্ন দাবিতে আমরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করছি। জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।’
নিজাম উদ্দিন বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে। বিভিন্ন স্থানে বিএনপির কর্মীদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ সমাবেশ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবহনমালিক-শ্রমিকসহ নগরবাসীর সহযোগিতা আমরা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দল থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটির সাবেক কাউন্সিলর সেলিম খান, শাহ আলম মজুমদার, মো. বিল্লাল হোসেন, মো. হারুনুর রশিদ, নাসির উদ্দিন, কোহিনুর আক্তার কাকলি।
এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের নিয়ে পথে পথে প্রচারপত্র বিলি ও সভা করছেন দল থেকে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু প্রমুখ।