মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার নেত্রকোনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে শহরের মুক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।
এতে উদীচী, শতদল, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।
পরিবেশিত হয়, দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় জেলা প্রশাসক কাজি মো. আব্দুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের শিল্পিদের হাতে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক।