ভোলা প্রতিনিধি
এবার সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন ভোলার ফারহানা পারভীন জুঁই। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত টিচার্স অনলাইন পোর্টালে ৫ লক্ষাধিক শিক্ষকের মধ্যে গত মঙ্গলবার তিনি সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি অনলাইনে ২৪৮টি পাঠদান করে শিক্ষক বাতায়ন কর্তৃক সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হয়েছিলেন। জুঁই ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তাঁর উদ্ভাবনী আইডিয়াগুলো হলো ওয়ান ডে ওয়ান মোরাল, সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয়, মুজিব বর্ষ উদ্যাপন, কুইজে কুইজে বঙ্গবন্ধুকে চিনি, ওয়ার্ড বোর্ড, প্রাথমিক শিক্ষায় খেলার মাধ্যমে শিখন, বই পোকা ইত্যাদি। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায়, বিদ্যালয়কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে, বঙ্গবন্ধুকে শিশুদের মধ্যে উপস্থাপনে, শব্দ ভান্ডার বৃদ্ধি ও শিক্ষার্থীদের সাবলীল পড়ার দক্ষতা বাড়াতে এ উদ্ভাবনগুলো কাজে লাগিয়েছেন।
এ বিষয়ে ফারহানা পারভীন জুঁই বলেন, ‘বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। সেগুলোই প্রিয় শিক্ষক বাতায়নে আপলোড করি।’
এ বিষয়ে চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন বলেন, ‘তিনি অত্যন্ত প্রতিভাবান। তিনি শুধু শিক্ষক বাতায়নই নয়, স্কুল ও শিক্ষার্থীদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন।’