দেশের ফুটবলে বড় একটা ধাক্কাই দিয়েছিল ফিফার সেই নিষেধাজ্ঞা। বাফুফের কেনাকাটায় অনিয়মের অভিযোগে গত বছরের ১৪ এপ্রিল নিষিদ্ধ হন সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দুই বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
দেশের ফুটবলে উন্নতির জন্য যাঁরা বাফুফেতে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখেছিলেন, ফিফার সিদ্ধান্তটা তাঁদের কাছে শাপে বর হয়েই এসেছে। দেড় দশক ধরে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের সাধারণ সম্পাদক পদটি স্থায়ী হওয়ার পর সোহাগও পার করে দিয়েছেন এক দশক। তাঁদের বাফুফেতে বছরের পর বছর ধরে যে অনিয়ম, সেটাকেই প্রমাণ করেছে সোহাগের ওপর আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা। ফিফার প্রতিবেদনে বাফুফের কেনাকাটার প্রক্রিয়ার দুর্নীতির ধরন যেমন তুলে ধরা হয়েছিল, দেখানো হয়েছিল কারা এসব প্রক্রিয়ায় সরাসরি জড়িত। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখেই হোক, কিংবা ভুল থেকে শিক্ষা নিয়ে, বড় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাফুফেতে।
এই পরিবর্তন প্রক্রিয়ায় এখন পর্যন্ত দৃশ্যমান বড় ঘটনা—বাফুফের ‘গদিহীন রাজা’ সাধারণ সম্পাদক সোহাগের জায়গায় প্রটোকল কর্মকর্তা ইমরান হোসেন তুষারের স্থলাভিষিক্ত হওয়া। সোহাগ নিষিদ্ধ হওয়ার পরপরই অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন শুরু করা ইমরান সাধারণ সম্পাদক পদে স্থায়ীভাবে নিয়োগ পান গত অক্টোবরে। তিনিও বাফুফেতে পরিবর্তনের পক্ষে, ‘নতুন বছরে অবকাঠামোগত ও গুড গভর্ন্যান্সের ওপর অনেকগুলো কাজ হাতে নিয়েছে বাফুফে। আমরা আশাবাদী, ২০২৪ সালে এর সুফল আপনারা ভোগ করতে পারবেন।’
ঠিক কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাইছে বাফুফে—সে প্রশ্ন থেকে যাচ্ছে। আজকের পত্রিকাকে গতকাল ইমরান বললেন, ‘ফিফা-এএফসির নির্দেশনা মেনে বাফুফের কর্মকাণ্ডে আরও অধিক স্বচ্ছতা আনার জন্যই আমরা কাজ করছি।’
সোহাগ-কাণ্ডের পর বাফুফে যে বড় এক ঝাঁকুনি খেয়েছে সেটা স্পষ্ট। এরপর বাফুফেকে ঘিরে খুব বেশি নেতিবাচক খবর শোনা যাচ্ছে না, এটা ভালো লক্ষণ।
গোলাম সারোয়ার টিপু
‘সোহাগ-কাণ্ড’ ফাঁস হওয়ার পর আরেকটি বড় পরিবর্তন প্রকিউরমেন্ট কমিটিতে হয়েছে—এই দাবি বাফুফের মিডিয়া ম্যানেজার ও মুখপাত্র সাদমান সাকিবের। বাফুফে এখন এই বিভাগে পূর্ণ পেশাদারত্ব আনতে চাইছে। ফিফার প্রতিবেদনে এই বিভাগেই সবচেয়ে বেশি গোলমাল খুঁজে পেয়েছিল ফিফা। স্পর্শকাতর এই পদে নতুন নিয়োগ পেয়েছেন সাব্বির হোসেন। নিয়ন্ত্রণ আনা হচ্ছে প্রকিউরমেন্ট বা কেনাকাটার প্রক্রিয়াতেও। তাতে কেনাকাটায় অর্থের পরিমাণ ৫ লাখ টাকা ছাড়ালেই অনুমতি নিতে হবে প্রকিউরমেন্ট কমিটির। ১০ লাখ হলেই কেনাকাটা করতে হবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। ছোটখাটো কেনাকাটাতেও প্রকিউরমেন্ট কর্মকর্তাকে অবহিত করতে হবে।
সোহাগের আমলে বিভিন্ন খাতে বিল বকেয়া থাকার বিস্তর অভিযোগ ছিল; বিশেষ করে খেলোয়াড়দের টিম হোটেলের বিল বাকি থাকার ঘটনা ছিল নিয়মিত। নতুন বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই প্রান্তে তিনটি করে ছয়টি হোটেলে কোটেশন আহ্বান করবে বাফুফে। সাদমান সাকিবের দাবি, আগে বাকিতে কাজ হতো, এখন থেকে সেটা হবে না। সাধারণ সম্পাদক সব বিষয়েই এখন আর্থিক স্বচ্ছতা চান।
ফিফার তদন্ত প্রতিবেদন দেখে নিজেদের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কারও কারও কাছে এই তদন্ত কমিটি বাফুফের ‘শুদ্ধি অভিযানের’ই সমার্থক। ৬৫ দিন পর জমা দেওয়া প্রতিবেদনে তদন্ত কমিটি বাফুফের তিন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন, সহকারী অর্থ কর্মকর্তা অনুপম সরকার ও ম্যানেজার অপারেশন মো. মিজানুর রহমানের বিরুদ্ধে শাস্তির সুপারিশ আসার আগেই অবশ্য নিজ নিজ পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তাঁরা। বাফুফে এখন সব বিভাগেই নিয়োগের ক্ষেত্রে আগের চেয়ে বেশি সতর্ক। প্রকিউরমেন্ট, মিডিয়া বিভাগে এরই মধ্যে পরিবর্তন এসেছে। মার্কেটিং বিভাগকেও এখন শক্তিশালী করার পরিকল্পনা বাফুফের। পরিবর্তন এসেছে প্রধান অর্থ কর্মকর্তার পদটিতেও; নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সরফরাজ সিদ্দিকী।
এই পরিবর্তনের লক্ষ্য বাফুফেতে জবাবদিহি ও স্বচ্ছতা ফিরিয়ে আনা। জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব রাখতে পারলে সেই পরিবর্তন আরও অর্থবহ হয়ে উঠবে। বাফুফের ভেতরের পরিবর্তনটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু, ‘সোহাগ-কাণ্ডের পর বাফুফে যে বড় এক ঝাঁকুনি খেয়েছে সেটা স্পষ্ট। এরপর বাফুফেকে ঘিরে খুব বেশি নেতিবাচক খবর শোনা যাচ্ছে না এটা ভালো লক্ষণ। নারী-পুরুষ দুই দলই ভালো ফুটবল খেলছে। বাফুফে যদি তাদের স্বচ্ছতা ধরে রাখতে পারে, ভবিষ্যতে জাতীয় দলের খেলায় এর ইতিবাচক প্রভাব থাকবেই।’