Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেতুতে গর্ত, সংস্কারের দায়িত্ব কার

মো. আশরাফুল আলম, (সিরাজগঞ্জ) কাজীপুর

সেতুতে গর্ত, সংস্কারের দায়িত্ব কার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রাম। এ গ্রামের একটি সেতুর মাঝখানে ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়ে রড বের হয়েছে। প্রতিদিন এখান দিয়ে পাঁচ গ্রামের প্রায় দুই হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। ঘটেছে দুর্ঘটনা। গর্তে পড়ে উল্টে যাচ্ছে যানবাহন। এদিকে, সেতুটি সংস্কারের জন্য কেউ দায়িত্ব বা ব্যবস্থা নিতে চাচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদ বলছে, সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি), এলজিইডি বলছে, সেতুটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। আর বিএডিসি বলছে, তারা এ ধরনের সেতু নির্মাণ করে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি দিয়ে বাঁশপাতা, ভানুডাঙ্গা, চরভানুডাঙ্গা, হাজরাহাটি, লক্ষ্মীপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। মাসখানেক আগে অতিরিক্ত বালুবাহী ট্রাক ও রাস্তার কাজে ব্যবহৃত পাথরভর্তি বড় ট্রাক যাতায়াতের সময় সেতুটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রাতে সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন লোকজন। শুধু এটি নয়, এর পশ্চিম পাশে আরেকটি বক্স কালভার্ট রয়েছে। সেটিও ভেঙে গেছে।

রঞ্জু নামের এক ভ্যানচালক বলেন, ‘মেলাদিন হইলো ব্রিজ ভাইঙ্গা গ্যাছে। এহোনো সাইরলো না। এর আগে একবার রাইতে যাইবার সময় গর্তের মধ্যে পইড়া ভ্যান উইল্টা গেছিল।’

লিমন নামের মোটরসাইকেল আরোহী বলেন, সেতুটি পার হওয়াই তো কঠিন। রাতে এলাকার বাইরের লোকজন এলে নির্ঘাত দুর্ঘটনার শিকার হবেন। দ্রুত সেতুটি মেরামত করা উচিত।

সুমন নামের এক স্থানীয় ছাত্র বলেন, প্রায়ই এখানে গাড়ি উল্টে যায়। রাস্তার কাজে ব্যবহৃত পাথরবাহী বড় ট্রাক যাওয়ার সময় এখানে ভেঙে যায়।

এ বিষয়ে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সেতুটির বিষয়ে কয়েক দিন আগে জেনেছি। সংস্কারের ব্যাপারে এলজিইডি অফিসকে জানানো হয়েছে।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘সেতুটি আমাদের না। উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিস থেকে নির্মাণ করা হয়েছিল। তবে সেতুটি কারা সংস্কার করবে, তা নির্ভর করবে ইউনিয়ন পরিষদের ওপর। তারা চাইলে আমাদেরই সংস্কার করে দিতে হবে।’

এ বিষয়ে বিএডিসি উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সেতুটি তাঁদের না। এ ধরনের সেতু বিএডিসি নির্মাণ করে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ