একটি বটগাছ, ঠিক তার বয়স কত তা কারওই জানা নেই। গাছের নিচে রয়েছে একজন ইসলাম ধর্ম প্রচারকের কবর। সেই কবরকে ঘিরে আশপাশের কয়েক এলাকার মানুষ করে বিভিন্ন আশা পূরণের মানত। আশা পূরণ হোক, আর না হোক মানত অনুযায়ী বাধ্যতামূলক শিরনি (খাবার) বিতরণ করা হয় সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার।
জনশ্রুতি রয়েছে বিশাল এ বটগাছের ডাল কেউ কাটতে পারে না। কাটলে তার ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ ভয়ে কেউ কাটে না গাছের ডাল। এ অলৌকিক বট গাছটির অবস্থান ঠাকুরগাঁও রাণীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়নের নয়ানপুর জঙ্গল বিলাস গ্রামের রাস্তার ধারে।
ওই এলাকার বাসিন্দা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুমন পাটোয়ারী বলেন, নুরুল নামে স্থানীয় এক যুবক একবার ওই গাছের ডাল কেটে সমস্যায় পড়েছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, ‘গাছের ডাল কাটলে ক্ষয়ক্ষতি হবে এটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। কুসংস্কারের কারণে মানুষ আসলে ভয়ে এ গাছের ডাল কাটে না।’