হোম > ছাপা সংস্করণ

হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ আহমেদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে সিলেট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ২টার দিকে দিরাই থানায় হস্তান্তর করা হয়।

প্রদীপ রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, হত্যা মামলার আসামি প্রদীপ রায়কে আদালতে পাঠানো হয়েছে।

দিরাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেন। ওই মামলায় প্রদীপ রায়কে প্রধান আসামি করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর বিকেলে উদির হাওর জলমহালের দখল নিয়ে উপজেলার ভাটিপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের আওয়ামী লীগের নেতা কাজল নূরের পক্ষের রুহেদ মিয়া নিহত হন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন