হোম > ছাপা সংস্করণ

অস্ট্রেলিয়ার দাপটে শেষ কমনওয়েলথ গেমস

ক্রীড়া ডেস্ক

শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। পদক জয়ে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। সোনা জয় এবং মোট পদক—দুটিতেই এগিয়ে তারা। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। পদক তালিকার সেরা পাঁচে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও। এমনকি পদক জিতেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা-পাকিস্তানও। গেমস থেকে একেবারে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ।

দে জা ভ্যু মনে হয় একেই বলে। বড় ইভেন্টে ভারতের মেয়েদের ফাইনাল মানেই যেন হারের পুনরাবৃত্তি। কমনওয়েলথ গেমসেও সেই দৃশ্যের ভিন্ন কিছু হয়নি। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও ফাইনালে হেরেছে ভারতের মেয়েরা। এবার কমনওয়েলথ গেমসের সোনা জয়ের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ রানে হেরেছে হারমানপ্রিত কৌরের দল। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার করা ৮ উইকেটে ১৬১ রানের জবাবে ভারত করতে পারে ১৫২ রান।

শিরোপা বা সমমর্যাদার কোনো লড়াই মানেই যেন ভারতের মেয়েদের চাপের মুখে ভেঙে পড়া। নিজেদের এমন অবস্থায় হতাশার কথা জানিয়েছেন দলের অধিনায়ক হারমানপ্রিত, ‘প্রতিবার বড় ফাইনালে আমরা বারবার একই ভুল করে চলেছি। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে।’ ফাইনালে বারবার পুনরাবৃত্তি হতে থাকা ভুলের ব্যাখ্যায় হারমানপ্রিত এনেছেন মনস্তাত্ত্বিকবাধার কথা, ‘লিগ বা দ্বিপক্ষীয় সিরিজে আমরা এই ভুলগুলো করি না। আমরা মানসিকভাবে কোথাও আটকে গেছি।’

ভারতের হতাশার বিপরীতে উচ্ছ্বাসে ভাসছে অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার কমনওয়েলথের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন