ক্রীড়া ডেস্ক
শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। পদক জয়ে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। সোনা জয় এবং মোট পদক—দুটিতেই এগিয়ে তারা। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। পদক তালিকার সেরা পাঁচে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও। এমনকি পদক জিতেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা-পাকিস্তানও। গেমস থেকে একেবারে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ।
দে জা ভ্যু মনে হয় একেই বলে। বড় ইভেন্টে ভারতের মেয়েদের ফাইনাল মানেই যেন হারের পুনরাবৃত্তি। কমনওয়েলথ গেমসেও সেই দৃশ্যের ভিন্ন কিছু হয়নি। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও ফাইনালে হেরেছে ভারতের মেয়েরা। এবার কমনওয়েলথ গেমসের সোনা জয়ের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ রানে হেরেছে হারমানপ্রিত কৌরের দল। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার করা ৮ উইকেটে ১৬১ রানের জবাবে ভারত করতে পারে ১৫২ রান।
ভারতের হতাশার বিপরীতে উচ্ছ্বাসে ভাসছে অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার কমনওয়েলথের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা।