নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এবারের এইডস দিবসের প্রতিপাদ্য ছিল ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’। দিবসটি পালন উপলক্ষে নড়াইলে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সিভিল সার্জন অফিস চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।