Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মামলায় আটকে গেছে কাজ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

মামলায় আটকে গেছে কাজ

মামলা জটিলতায় আটকে গেছে কোম্পানীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ। তিন বছর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো মূল ভবনের নির্মাণকাজ শুরুই হয়নি।

জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ডিসেম্বরে। চলতি বছরের জুনে তিন বছর পূর্ণ হতে চললেও কাজের অগ্রগতি বলতে শুরুতে যা ছিল তাই। অর্থাৎ কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নিজস্ব ভূমিতে মডেল মসজিদ নির্মাণের জন্য ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সম্ভাব্যতা যাচাই ও মাটি পরীক্ষা করা হয়। স্বাধীন কনস্ট্রাকশন নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান এই মডেল মসজিদ নির্মাণের কাজ পায়। ২০১৯ সালের ৩ জুন স্বাধীন কনস্ট্রাকশনকে কার্যাদেশও দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ২০২০ সালের ডিসেম্বর মাসে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকা। কাজের অংশ হিসেবে মাটি ভরাট ও লোড টেস্ট করে পাইল ড্রাইভ করা হয়।

এ অবস্থায় প্রকল্পের জমি নিজের দাবি করে জেলা সহকারী জজ কোম্পানীগঞ্জ আদালতে মামলা করেন বুড়িডহর গ্রামের জনৈক সামছুন নেহার। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আদালত ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর থেকে বন্ধ ছিল প্রকল্পের নির্মাণকাজ। পরবর্তীতে কয়েক দফা শুনানি শেষে গত বছরের ১৫ ডিসেম্বর আদালত মসজিদের পক্ষে রায় দেন। রায় পেয়ে নির্মাণকাজ শুরু হতে না হতেই গত ১৬ ফেব্রুয়ারি বাদী উচ্চ আদালতে রিট করেন। ফলে নির্মাণকাজ স্থগিত করা হয়।

এ বিষয়ে স্বাধীন কনস্ট্রাকশনের পরিচালক ইকরামুল হক বলেন, ‘২০১৯ সালের জুনে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের অধীনে মাটি ভরাট শেষে লোড টেস্ট করে পাইল ড্রাইভ করা হয়। এরপর জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কাজের আর অগ্রগতি হয়নি। প্রায় তিন বছর হতে চলল, এ সময়েও মামলার সুরাহা না হওয়ায় আমরা হতাশ।’

প্রকল্পের প্রকৌশলী রিপন কুমার রায় জানান, মামলা চলমান থাকায় কাজ বন্ধ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মামলাটি পরিচালনা করছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ শুরু করা যাবে না।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আব্দুল আজিজ বলেন, ‘আদালতে দায়ের করা স্বত্ব মামলায় প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ থাকলেও আমরা লড়ে যাচ্ছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ