Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রবীন্দ্রজয়ন্তী আজ: মুগ্ধতা ছড়াবে রবীন্দ্রকর্ম

কুষ্টিয়া ও নওগাঁ প্রতিনিধি

রবীন্দ্রজয়ন্তী আজ: মুগ্ধতা ছড়াবে রবীন্দ্রকর্ম

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। দিনটি ঘিরে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ও নওগাঁর পতিসরে রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরে আয়োজন করা হয়েছে নানা উৎসবের। 

শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর গান, কবিতা ও শিল্প-সাহিত্যের আলোচনায় মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশ-বিদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পীরা। বসছে গ্রামীণ মেলা, চলবে দুই দিনব্যাপী। আর পতিসরেও যৌথভাবে নানা কর্মসূচি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীঘেঁষা শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি অনেকবার এসেছেন। এখানে বসেই কবি রচনা করেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোটগল্প, নাটক ও উপন্যাস। 

বিশ্বকবির জন্মজয়ন্তীর   অনুষ্ঠানের তদারক করছে কুষ্টিয়া জেলা প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এ বছর কবিগুরুর গান, কবিতা ও শিল্প-সাহিত্যের আলোচনায় মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশ-বিদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পীরা। 

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আয়োজন সফল করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পতিসর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় স্থানের একটি। তাঁর সাহিত্যের অন্যতম অংশজুড়ে রয়েছে এখানকার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। ফলে ২৫ বৈশাখ এলেই মুখর হয়ে ওঠে কালীগ্রাম পরগনা। 

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কাছারিবাড়ি চত্বরে বসছে গ্রামীণ মেলা। এ উৎসব ঘিরে গতকাল মঙ্গলবার বিকেল থেকেই মেতে উঠেছেন স্থানীয় লোকজন। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ