গাজীপুর প্রতিনিধি
মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে গাজীপুর জেলা পুলিশ। গাজীপুর পুলিশ লাইনসের ড্রিল শেডে জেলার ৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল রোববার সকালে জেলা পুলিশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী, (অপরাধ) সানোয়ার হোসেন, (ডিএসবি) আমিনুল ইসলাম, নন্দিতা মালাকার, ফারজানা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।