বিনোদন প্রতিবেদক, ঢাকা
তিন বছর পর দেশে ফিরেই নতুন দুই সিনেমার খবর দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ও আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’।
ফেব্রুয়ারিতে রঙ্গনা সিনেমার মহরতের দিন শাবনূরকে নিয়ে ‘এখনো ভালোবাসি’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দেন আরাফাত হোসাইন। সেদিন শাবনূর জানিয়েছিলেন, নিজেকে তৈরি করতে কিছুটা সময় নিচ্ছেন তিনি। তৈরি হয়েই শুরু করবেন শুটিং। কিন্তু শুটিং শুরুর আগেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন শাবনূর। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন তিনি।
শাবনূরের এই চলে যাওয়ায় নতুন সিনেমার শুটিং শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাই এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে। তিনি জানিয়েছেন, শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ায় শঙ্কার কিছু নেই। সবাইকে না জানালেও তাঁর সঙ্গে আলোচনা করেই শাবনূর অস্ট্রেলিয়া ফিরেছেন বলে দাবি এই নির্মাতার। শুটিং শুরুর আগেই দেশে ফিরবেন অভিনেত্রী। আরাফাত হোসাইন বলেন, ‘জরুরি কাজ থাকায় শাবনূর অস্ট্রেলিয়ায় গেছেন। এ নিয়ে চিন্তার কিছু নেই। যাওয়ার পরেও আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন তিনি।’
আরাফাত জানান, মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে রঙ্গনার শুটিং। প্রথম দিন থেকেই থাকবেন শাবনূর। রঙ্গনায় আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু প্রমুখ। তবে শাবনূরের বিপরীতে কে থাকছেন, তা জানাননি নির্মাতা। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।