পাইকগাছায় ২১ নম্বর পোল্ডারের জমির মালিকেরা লবণপানিতে চিংড়ি চাষের পাশাপাশি ধান চাষের পক্ষে মতামত দিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে জমির মালিকেরা উপজেলা পরিষদে হাজির হয়ে এ স্মারকলিপি দেন। এ সময় জমির মালিকেরা বলেন, ৪ নম্বর দেলুটি ইউনিয়নে দেলুটি ও জিরবুনিয়া নিয়ে ২১ নম্বর পোল্ডার।
পোল্ডারটির জমির পরিমাণ ১১ হাজার বিঘা। এখানে ছোট ছোট আকারের জমির মালিকেরা বছরের অর্ধেক সময় লবণ পানি ও বাকি সময় মিঠাপানিতে ধান ও মাছ চাষ করে থাকে। এত বড় পোল্ডারে পানি নিষ্কাশন হয় মাত্র তিনটি গেট দিয়ে, যা বন্ধের উপক্রম হয়েছে। এগুলো ব্যক্তি মালিকানাধীন গেট যা বন্ধ করে দিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান ও মাছ দুটোরই ক্ষতি হবে।
তারা আরও বলেন, আমরাও লবণ পানি থেকে মুক্ত হতে চাই। তবে ২১ নম্বর পোল্ডারের স্লুইসগেট মেরামত, গাউছিয়া নদী খনন, ১৬ কিলোমিটার ওয়াপদা বাঁধ সংস্কার না করে চিংড়ি ঘের বন্ধ করে দিলে আমাদের বেঁচে থাকার কোনো উপায় থাকবে না।