পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. রশিদুল ইসলাম ইভিএম মেশিনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদন জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার বরাবরে লিখিত আবেদনসহ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলাও দায়ের করেছেন ওই প্রার্থী।
এদিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. রশিদুল ইসলাম গতকাল সোমবার দুপুরে জেলা শহরের পঞ্চগড় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ দিয়ে ইভিএম মেশিন পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন তিনি।
আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল আলম জানান, গত ২৮ নভেম্বর ওই নির্বাচন হয়। ইভিএম মেশিনের ত্রুটিকালীন সময়ে ঢাকা থেকে দুই সদস্যের একটি টিম কাজ করেছিল। প্রায় ঘণ্টাখানেক ভোট গ্রহণে বিলম্ব হয়েছিল। পরবর্তীতে ওই মেশিনগুলো পরিবর্তন করা হয়েছিল। তিনি বলেন, ফলাফল সংরক্ষিত আছে চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম আমাদের কাছে সেই ফলাফল চাননি।