হোম > ছাপা সংস্করণ

চাচার বল্লমের আঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার বল্লমের আঘাতে কামাল মোল্লা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার দারিয়ালা গ্রামে বাড়ির সামনে তাঁকে মাছ মারার বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কামাল মোল্লা দারিয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল মোল্লা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আজিজ মোল্লার স্ত্রী মুক্তা খানম, আনোয়ার মোল্লার স্ত্রী সালমা বেগম ও তাঁদের বোন মিনি বেগম।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, নিহত কামাল মোল্লা বৃহস্পতিবার দুপুরে সোনালি বিড়ি ফ্যাক্টরি থেকে বাড়ির সামনে পৌঁছালে তাঁর চাচা আজিজ মোল্লাসহ অন্য কয়েকজন তাঁর ওপর বল্লম নিয়ে হামলা চালান। এ সময় ঠোকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে তাঁর দুই চাচাতো ভাই আহত হন।

পরে স্থানীয়রা কামাল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত শফিক মোল্লা ও হাসান মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, কামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন