নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ৮০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছয় বছর ধরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের রামচন্দ্রদী এলাকার চারটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস-সংযোগ ব্যবহার করা হচ্ছিল। একাধিকবার বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কিছুদিন পর আবারও অবৈধভাবে সংযোগ নেওয়া হয়। প্রভাবশালীরা সংযোগপ্রতি এককালীন ৫ থেকে ১০ হাজার টাকা নেওয়া ছাড়াও প্রতি মাসে ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করে আসছিল।
নরসিংদী তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে প্রতি মাসে অন্তত ৩০ লাখ টাকার গ্যাস সাশ্রয় হওয়াসহ এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাসের চাপ পাবে।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দেশের জাতীয় সম্পদ গ্যাস অবৈধভাবে ব্যবহারের ফলে বৈধ গ্রাহকেরা গ্যাসের চাপ ঠিকমতো পাচ্ছিলেন না। সে জন্য অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে জেলার গ্যাসের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পুনরায় যাতে কেউ অবৈধভাবে সংযোগ নিতে না পারে, সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।