Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিশুপার্কের জমিতে আ.লীগ নেতার বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিশুপার্কের জমিতে আ.লীগ নেতার বাজার

বরিশাল সদর উপজেলায় শেখ রাসেল শিশুপার্কের জমি দখল করে মাছের বাজার গড়ে তোলার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ জেলা পরিষদ সদস্য ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।

তবে শহিদুলের দাবি, পার্কের জমিতে আগেই তালতলি মাছবাজার ছিল। আগে এখান থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারীরা টাকা তুলতেন। এখন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমন্বয় করে বাজার পরিচালনা করছেন।

উপজেলা প্রশাসন অবশ্য বলছে, শেখ রাসেল পার্কের জমিতে গড়ে ওঠা মাছবাজারটি তালিকাভুক্ত না। এটি স্থানান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নির্দেশে ওই জমি উদ্ধার করে শেখ রাসেল শিশুপার্কের কাজ শুরু করে জেলা প্রশাসন। শিশুপার্কের চারদিকের সীমানাপ্রাচীরের কাজ অর্ধেক সম্পন্ন হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত ছিল। নির্বাচন শেষে পার্কের ওই জমি দখলে নেন আওয়ামী লীগ নেতা শহিদুল।

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি বলেন, ‘মাছবাজারটি আগে সড়কের ওপরে ছিল। শুনেছি, ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি শহিদুল বাজারটি পার্কের জমির ভেতরে বসিয়ে নিয়ন্ত্রণ করছেন। বাজার উচ্ছেদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘মাছবাজার দখলের বিষয়ে কিছুই জানি না। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন, তালতলি মাছবাজারটি তালিকাভুক্ত স্থায়ী বাজার নয়। বাজারটি স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ