হোম > ছাপা সংস্করণ

চলো প্লেন বানাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে তো অনেক সেমাই, পায়েস, বিরিয়ানি খেয়েছ। এসব খাবারের পাশাপাশি ফল খেয়েছ তো? সব খাবারের পাশাপাশি প্রতিদিন ফলও খেতে হবে। ফলে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। আর অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। চলো, আজ আপেল ও বাঙ্গি দিয়ে প্লেন বানাই। আকাশে যে প্লেনের উড়ে যাওয়া দেখে তুমি তাকিয়ে থাকো, সেই প্লেন বানাতে পারবে খুব সহজভাবে।

এ জন্য লাগবে আপেল, বাঙ্গি, নারকেল ইত্যাদি। প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার দুই ভাগ করে কেটে নাও। আপেলের এক ভাগ থেকে লম্বা করে একটি অংশ কেটে নাও। এই লম্বা অংশের একদিকে কিছুটা গোল করে নাও ছুরি দিয়ে। একটি প্লেটে সেটি বসিয়ে নাও। এই অংশের নিচে লম্বা করে কাটা আপেলের টুকরো বসিয়ে দাও। হয়ে গেল প্লেনের বডি। এবার বাঙ্গি কেটে প্লেনের পাখা বসিয়ে দাও। পাখার ওপর ও প্লেনের মাথার দিকে বসিয়ে দাও টুকরো করে কাটা খোসাসহ আপেল। এবার প্লেনের সামনের দিকে ফালি করে কাটা সবুজ আপেলের অংশ বসাও। ব্যস, হয়ে গেল ফলের প্লেন।

এবার আকাশে মেঘ বোঝানোর জন্য প্লেটের ওপরে ও নিচে দুটি করে চারটি মেঘ বসিয়ে দাও। মেঘ বসাবে কুচি করে রাখা নারকেল দিয়ে। ছবিটি দেখে বানালে খুব অল্প সময় লাগবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন