কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিমুল মিয়া (২৪) নামে এক মাইক্রোচালক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক মাইক্রোচালক সামছু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভানুগাছ বাজার মাইক্রো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে পৌর এলাকার আলেপুর গ্রামের সামছু মিয়া কমলগঞ্জ থানার সামনে যান। এ সময় পৌর এলাকার চন্ডিপুর গ্রামের শিমুল মিয়া গাড়ির ভাড়া দেওয়া নিয়ে কেন্দ্র করে সামছু মিয়াকে মারধর করেন। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন।
এর জেরে সোমবার সকালে ভানুগাছ মাইক্রোস্ট্যান্ড সামছু মিয়া শিমুলকে ছুরিকাঘাত করেন। এ সময় সামছু মিয়াকে ধরতে গেলে আব্দুল্লাহ মিয়া (২৫) নামে আরও এক চালক আহত হন। পরে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁদের হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মাইক্রো চালক সামছু মিয়াকে আটক করা হয়েছে।